বর্ধমান রেল স্টেশনে নিয়ম মেনে চলছে ট্রেন, লোকাল ট্রেন চলায় খুশি যাত্রীরা 

সঞ্জিত কুড়ি ,পূর্ব বর্ধমান


তালা খুললো। দীর্ঘ সাড়ে সাত মাস পর চালু বর্ধমান হাওড়া লোকাল ট্রেনের পরিষেবা। খুশির হাওয়া যাত্রীদের মধ্যে। বুধবার ভোর থেকেই চলতে শুরু করে লোকাল।পর্যাপ্ত পরিমানে ব্যবস্থা রাখা হয়েছে বর্ধমান রেল স্টেশনে। স্টেশনের ঢোকার মুখে করা হচ্ছে থার্মাল স্কিনিং।মাস্ক না থাকলে যাত্রীদের মাস্ক বিলি করছে পূর্ব বর্ধমান রেল পুলিশ।ট্রেনের কামরায় কোভিড বিধি মানা হচ্ছে কি না তাও কড়া হাতে দেখছে রেল দপ্তরের আধিকারিকরা।


তবে বেলা বাড়লে বা যাত্রীদের ভিড় বাড়লে এই সব পরিকাঠামো কি আদৌ থাকবে, না কি ভেঙে পড়বে সেই নিয়ে প্রশ্ন যাত্রীদের।ট্রেন যাত্রী রাজীব গায়েন বলেন সবই ঠিক আছে।কিন্তু বর্ধমান স্টেশন ছাড়ার পর যখন পরবর্তী স্টেশনগুলিতে যাত্রীরা উঠবে তখন কি এসব মানা হবে।তাছাড়া লোকাল ট্রেনের সংখ্যা না বাড়ালে কোন ভাবেই ভীড় এড়ানো সম্ভব নয়।



তবে এদিন সকাল থেকেই দেখা গেল ট্রেনে যাত্রীরা কোভিড বিধি মেনেই ট্রেনের সিটে বসছেন।ট্রেন যাত্রী সুরজিৎ বিট বলেন লোকাল চালু হওয়ায় খুবই খুশী।এতদিন বেআইনি ভাবে স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াত করছিলাম।ভয় ছিল, কখন রেলপুলিশ ধরবে। কিন্তু জীবন জীবিকার জন্য ঝুঁকি নিয়েই যেতে হয়েছে। আর এখন কোন ভয় নাই।পকেটে মান্থলি টিকিট আছে।