রাজ্যসভাপতি আসার আগেই বিজেপির পার্টি অফিস উদ্বোধন বাসন্তিরহাটে 



আগামীকাল কোচবিহারে বিজয়া সম্মিলনীতে যোগদিতে এবং দিনহাটায় মিছিলে অংশনিতে আসছেন  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তার আসার আগেই  বাসন্তিরহাটে  উদ্বোধন হলো বিজেপির পার্টি অফিস। 


আজ সন্ধ্যা ৫ টায় বাসন্তিরহাটে বিজেপির পাররী অফিস উদ্বোধন করেন কোচবিহার জেলা তপশীলি মোর্চার সম্পাদক বিশ্বনাথ কিন্নর। উপস্থিত ছিলেন ZP 25  মন্ডলের সহসভাপতি  তথা ৭ নং বিধান সভার সহ সংযোজক প্রদীপ বর্মন, ZP 25 মন্ডলের সাধারণ সম্পাদক মুক্তা রায় সহ অন্যান্য নেতৃত্ব ও পার্টি কর্মী।