পুলিশের উদ্যোগে গন ভাইফোঁটা লোকপুর থানার



 "ভায়ের কপালে দিলাম ফোঁটা,-- যম দুয়ারে পড়ল কাঁটা"----হ্যা,আজ সেই দিন, সারা বছর অপেক্ষারত ভাইয়ের মঙ্গল কামনায় বোনেদের দূর দূরান্ত থেকে ছুটে আসা, ভাইয়ের কপালে ফোঁটা দিতে, চলে মিষ্টি মুখ,সাথে উপহার প্রদান। 

আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যাবস্থাপনায় পথ চলতি মানুষজন সহ পুলিশ কর্মী তথা থানার সমস্ত সহযোগীদের মিলিত প্রচেষ্টায় এক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে গন ভাইফোঁটা আয়োজনের মাধ্যমে। 


এদিন ফোঁটা নিতে উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি মহম্মদ মিকায়েল মিয়া, এস আই রতন চন্দ্র সেন, এস আই আব্দুল্লাহীল সফি সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়ারবৃন্দ। তাদের কপালে ফোঁটা দিতে দেখা যায় সিভিক ভলিন্টিয়ার টগর গোপ,ঝুম্পা শীল সহ অন্যান্য মহিলা পুলিশ কর্মীদের একত্রে সারিবদ্ধভাবে।পথ চলতি মানুষজন সহ সকলকে লুচি মিষ্টি খাওয়ানো হয় থানার পক্ষ থেকে।