Latest News

6/recent/ticker-posts

Ad Code

৫০-এর দশকের সাঁজে টানা টানা চোখে জাহ্নবি

 


৫০-এর দশকের সাঁজে টানা টানা চোখে জাহ্নবি 


বলিউডের হট অভিনেত্রী জাহ্নবি কাপুর। ধাড়াক সিনেমায় তাঁর নজরকাড়া অভিনয় মন কেড়ে নিয়েছে দর্শক মহলের। এদিকে, যখন অন্যান্য বলিউড অভিনেত্রী হট ফটশ্যুটে নেট পাড়ায় উষ্ণতা ছড়াচ্ছে তখন অন্যদিকে মার্জিত পোশাকে ধরা দিলেন তিনি। ৫০- এর দশকের সাঁজে নিজের ছবি শেয়ার করলেন জাহ্নবি। 




পাশাপাশি জাহ্নবি ছবিগুলির সাথে একটি সামান্য নোটও জুড়ে দিয়েছেন যাতে লেখা ছিল, "১৯৫০ এর দশকে একদিন বেঁচে থাকার উপভোগ করা।"


এরপর জাহ্নবিকে দোস্তানা ২ ছবিতে দেখা যাবে। তিনি করণ জোহরের শেল্ভড পিরিয়ড ড্রামা ‘তখত’ এ যুক্ত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code