Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিগমনগর মা কালী সংঘের পুজো এবার ৪৬ তম বর্ষে পদার্পন করলো

নিগমনগর মা কালী সংঘের পুজো এবার ৪৬ তম বর্ষে পদার্পন করলো 



অনুপম মোদক, সংবাদ একলব্য :  সারা বিশ্ব করোনার করাল গ্রাসে জর্জরিত। দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা , যদিও সেই সাথে বাড়ছে সুস্থতার হারও।

এই সংকটময় পরিস্থিতিতে   দেশের হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিমকোর্ট উৎসব আবহে  সতর্কতামূলক  নানা নির্দেশিকা  জারি করেছে, আর সেই নির্দেশকেই মান্যতা দিয়ে  মা কালী  সংঘের সকল সদস্যদের  ঐকান্তিক সহযোগীতায় পুজো অনুষ্ঠিত হলো।

দশনার্থীদের ভিড় এড়াতে  পুজো মণ্ডপের  সামনে রেড এলার্ট জারি করেছে ।  দশনার্থীদের মধ্যে প্রায়  সকলেই শারীরিক ও সামাজিক  দূরত্ব  বজায় রেখেই  প্রতিমা দর্শন করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code