বিহারে জয়ের পর মোদীকে ধন্যবাদ জানালেন নীতিশ
বিহার ভোটে এনডিএ জোটের জয় লাভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন জেডিইউ নেতা নীতিশ কুমার। বিহার দখলের পর জেডিইউ নেতার প্রথম প্রতিক্রিয়া। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী যখন বিজেপি সদর দপ্তরে বিহারের ভোটে ইউপিএ-র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সরকার গঠনের পথে এনডিএ দলীয় কর্মীদের বিজয়সভায় ভাষণ দিচ্ছিলেন। সেই সময় টুইট করে নিজের প্রথম প্রতিক্রিয়া দিলেন নীতিশ।
টুইটে নীতিশ লেখেন, জনগণই সিদ্ধান্ত নেন। এনডিএকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য মাথা নত করছি তাঁদের সামনে। প্রধানমন্ত্রী মোদিকেও সমর্থনের জন্য ধন্যবাদ দিচ্ছি।
जनता मालिक है। उन्होंने NDA को जो बहुमत प्रदान किया, उसके लिए जनता-जनार्दन को नमन है। मैं पीएम श्री @narendramodi जी को उनसे मिल रहे सहयोग के लिए धन्यवाद करता हूँ।
— Nitish Kumar (@NitishKumar) November 11, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊