শব্দবাজি নিষিদ্ধ প্রচারে লিফলেট বিলি সহ সচেতনতার বার্তা নিগমনগর বিজ্ঞান সভার


অনুপম মোদক, সংবাদ একলব্যঃ শব্দবাজি নিষিদ্ধ ছিলো আগে থেকেই। বর্তমান করোনা আবহে তার ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিষয়েই দিওয়ালির পূর্বে জনসাধারণকে পুনরায় সচেতন করতে লিফলেট বিলি করে প্রচার চালালো পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের বড়শাকদল নিগমনগর বিজ্ঞানসভা।


বড়শাকদল নিগমনগর বিজ্ঞানসভার পক্ষ থেকে নিগমনগর, বালিকা বন্দর সহ পার্শ্ববর্তী এলাকায় লিফলেট বিলি সহ বাজি পোড়ানো নিয়ে সবাইকে সচেতনও করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের কোচবিহার জেলা কমিটির সদস্য দীপক পাল, বড়শাকদল বিজ্ঞানসভার সদস্য সন্দীপ বর্মন, বিধান বর্মন, প্রদীপ বর্মন সহ অন্যান্যরা।


এমনিতেই বায়ুদূষণের কারণে ফুসফুসে আক্রান্ত হয়ে প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয়। তার ওপর করোনা ভাইরাস মূলতঃ ফুসফুসে আক্রমণ করে। ফলে দূষণজনিত কারণে কারও ফুসফুসে সমস্যা থাকলে তাঁদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আর এইসব বিষয় বিবেচনা করেই মহামারী থেকে নিরাপদে থাকতে সরকারিভাবে সমস্ত ধরণের বাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।