আইপিএলের পুরস্কারের ছড়াছড়ি, দেখে নিন কে কোন বিভাগে পেলো সেরার পুরস্কার


আইপিএলের পুরস্কারের ছড়াছড়ি, দেখে নিন কে কোন বিভাগে পেলো সেরার পুরস্কার


SANGBAD EKALAVYA: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার রাতের ফাইনালের মধ্য দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) এর ১৩ তম আসরের সমাপ্তি ঘটল। প্রথমবার ফাইনালে পৌঁছানো দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের জন্য সেরার শিরোপা জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রানার্স আপ হয়েই সন্তষ্ট থাকতে হয় শ্রেয়াস আইয়ারের তরুণ তুর্কিদের।



এই ২০ ওভারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ পুরস্কার ছাড়াও আরও বিভিন্ন বিভাগে ছিলো আকর্ষনীয় অনেক ব্যক্তিগত পুরস্কারও। কোন বিভাগে কে সেরার সেরা পুরস্কার জিতে নিলেন এক নজর দেখে নেওয়া যাকঃ


ফেয়ার প্লে পুরস্কার (Fairplay award):

 ফেয়ার প্লে পুরস্কারটি জিতে নিয়েছে এবছরের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স।


প্লেয়ার অব দ্য ফাইনাল ম্যাচ (Player of the Final Match):

ফাইনাল ম্যাচে অসাধারণ বোলিং করে ম্যাচ সেরা হন মুম্বই ইন্ডিয়ান্সের পেসার ট্রেন্ট বোল্ট। ফাইনালে ৪ ওভারে ৩০ রান দিয়ে বিপক্ষের ৩ উইকেট সংগ্রহ করেন তিনি।


ম্যান অব দ্য সিরিজ (Man of the series):

৩০৫ পয়েন্ট নিয়ে আইপিএলের ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’ বা ম্যান অব দ্য সিরিজ হয়েছেন রাজস্থান রয়্যালসের তারকা পেস বোলার জোফ্রা আর্চার। ১৪ ম্যাচ খেলে ৬.৫৫ ইকোনমিতে আর্চার শিকার করেছেন ২০টি উইকেট। এছাড়া মারকুটে ব্যাটিংয়ে তিনি ১১৩ রান করেছেন যার মধ্যে রয়েছে ১০টি ওভারবাউন্ডারি।


পাওয়ার প্লেয়ার (Power Player of the Tournament):

মুম্বই ইন্ডিয়ানসের বোলার ট্রেন্ট বোল্ট জিতে নিয়েছেন টুর্নামেন্টের পাওয়ার প্লেয়ার পুরস্কারটি।


অরেঞ্জ ক্যাপ (Orange Cap):

১৪ ম্যাচে ৫৫.৮৩ গড়ে ৬৭০ রান (স্ট্রাইক রেটঃ ১২৯.৩৪) সংগ্ৰহ করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। তাই অরেঞ্জ ক্যাপ উঠেছে তারই মাথায়।


পার্পল ক্যাপ (Purpl Cap):

১৮.২৬ গড়ে ৩০ উইকেট (ইকোনোমি রেটঃ ৮.৩৪) নিয়ে এবারের আইপিলের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন দিল্লির দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তাই তিনিই জিতেছেন এবারের পার্পল ক্যাপ।


ইমার্জিং প্লেয়ার (Emerging Player):

নিজের প্রথম আইপিএলেই ৫ অর্ধশতক সহ ৪৭৩ রান (স্ট্রাইক রেটঃ ১২৪.৮) করে ‘ইমার্জিং প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার দেবদূত পারিক্কাল।


গেম চেঞ্জার অব দ্য সিজন (Game Changer of the Season):

শুরু থেকেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। তাঁর হাতেই উঠেছে গেম চেঞ্জার অফ দ্য সিজন পুরস্কারটি। 


সুপার স্ট্রাইকার অব দ্য সিজন (Super Striker):

১৯১.৪২ স্ট্রাইক রেটে রান করা মুম্বই ইন্ডিয়ান্সের কায়রন পোলার্ড নির্বাচিত হয়েছেন ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’।


বেশি ওভার বাউন্ডারি মারার পুরস্কার (Most Over Boundaries):

টুর্নামেন্টে ৩০টি ওভারবাউন্ডারি মারা মুম্বইয়ের ইশান কিষান পেয়েছেন সবচেয়ে বেশি ছয় মারার পুরস্কারটি জিতেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ