ফিরে দেখা আইপিএল ২০২০, একনজরে Dream11 IPL 2020 এর কিছু সেরা পরিসংখ্যান


ফিরে দেখা আইপিএল ২০২০, একনজরে Dream11 IPL 2020 এর কিছু সেরা পরিসংখ্যান 


SANGBAD EKALAVYA: করোনা মহামারীর কারণে শুরুর দিকে গোটা বিশ্বে সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হয়ে পড়েছিল। যার ফলে মুখ ভার হয়ে পড়েছিল ক্রিকেট অন্তঃপ্রাণ ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। যে মনখারাপের অধিকাংশ জায়গা জুড়েই ছিল জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL) বন্ধ হয়ে যাওয়া। যদিও অনেক কাঠখড় পুড়িয়ে বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলির তৎপরতায় দুবাইয়ের মাঠে শুরু হয় ড্রিম ইলেভেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২০ ()। গত ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে আজ ১০ নভেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্যেমে শেষ হলো এই বছরের প্রতিযোগিতা।



অঘটনের বছরে অনেক ওঠাপড়ার পাশে অনেক নতুন রেকর্ড, নতুন নতুন পরিসংখ্যানও তৈরি  হয়েছে। দেখে নিন সেই পরিসংখ্যানগুলিঃ 

  • আইপিএল ২০২০ খেতাব জিতে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবারের জন্য চ্যাম্পিয়ন হলো, যে রেকর্ড আর কোনো দলের নেই।
  • চেন্নাইয়ের (২০১০, ২০১১) পর দ্বিতীয় দল হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স টানা দুইবার (২০১৯, ২০২০) আইপিএল খেতাব জিতলো।

  • আইপিএল ২০২০ এর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন প্লেঅফের আগেই ছিটকে যাওয়া কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। তাঁর এবছরে মোট রান সংগ্ৰহ ৬৭০।

  • সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় প্রথম পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে চারজনই ভারতীয় ক্রিকেটার। রাহুলের পর তালিকায় আছেন শিখর ধাওয়ান (৬১৮ রান), ডেভিড ওয়ার্নার (৫৪৮ রান), শ্রেয়াস আইয়ার (৫১৯ রান) এবং ঈশান কিষান (৫১৬ রান)।

  • সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় শীর্ষে আছেন দিল্লী ক্যাপিটালসের কাগিসো রাবাদা। তাঁর সংগ্রহে ৩০ টি উইকেট। দ্বিতীয় স্থানে আছেন মুম্বই ইন্ডিয়ানসের জসপ্রীত বুমরাহ (২৭ উইকেট)।

  • এবছর ব্যক্তিগত সর্বোচ্চ রান লোকেশ রাহুলের দখলে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। 

  • রাহুলের অপরাজিত ১৩২ রানের ইনিংসটি আইপিএলের ইতিহাসে কোনো অধিনায়কের ব্যক্তিগত সর্বোচ্চ রান।

  • এই মরশুমে সবচেয়ে বেশি ছয় মেরেছেন ঈশান কিষান (৩০টি)। ২৬ টি ছয় মেরে দ্বিতীয় স্থানে আছেন সঞ্জু স্যামসন। 

  • এই মরশুমে সবচেয়ে বেশি চার মেরেছেন শিখর ধাওয়ান (৬৭ টি)। ৬১ টি চার মেরে দ্বিতীয় স্থানে আছেন সূর্যকুমার যাদব।

  • দ্রুততম সেঞ্চুরি করেছেন মায়াঙ্ক আগরওয়াল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ৪৫ বলে ১০৬ রান করেছিলেন তিনি। 

  • মাত্র ১৭ বলে অর্ধশতরান করে দ্রুততম অর্ধশতরানের তালিকায় প্রথম স্থানে আছেন পাঞ্জাবের নিকোলাস পুরান। 

  • এবছর সবচেয়ে লম্বা ছয় মেরেছেন নিকোলাস পুরান (১০৬ মিটার)।

  • এবছরই দ্রুততম ভারতীয় হিসেবে ব্যক্তিগত ২০০০ রান করার কৃতিত্ব অর্জন করলেন লোকেশ রাহুল (৬০ ইনিংস), তিনি ভেঙে দিলেন ৮ বছরের পুরোনো সচিন তেন্ডুলকরের ৬৩ ইনিংসের রেকর্ডটি। 

  • নিজের কোটার ৪ ওভারে সর্বোচ্চ রান দিয়েছেন হায়দ্রাবাদের সিদ্ধার্থ কল। মুম্বইয়ের বিরুদ্ধে ৪ ওভারে ৬৪ রান দিয়েছিলেন তিনি।

  • এবছর সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিলো কায়রন পোলার্ডের দখলে (১৯১.৪২)। 
  • এবছরের ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন দেবদূত পারিক্কাল (৪৭৩ রান, ৫টি অর্ধশতরান, ১২৪.৮ এর স্ট্রাইক রেট)।
  • কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে আইপিএলের ফাইনালে খেললেন দিল্লী ক্যাপিটালসের শ্রেয়াস আইয়ার।
  • ১২ বছরের আইপিএলের ইতিহাসে এবারই কোনো ফাইনাল ম্যাচের প্রথম বলে আউট হলেন কোনো ব্যাটসম্যান। মুম্বইয়ের ট্রেন্ট বোল্টের বলে প্রথম বলেই ফিরে যান দিল্লীর মার্কাস স্টোয়নিস।
  • এই প্রথম কোনো ম্যাচে গোল্ডেন ডাকে আউট হয়ে গেলেন প্রথম তিন ব্যাটসম্যান। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই প্যাভিলিয়নে ফিরে যান পৃথ্বী শাহ, শিখর ধাওয়ান এবং অজিঙ্কা রাহানে।
  • পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি করার একমাত্র কৃতিত্বের অধিকারী শিখর ধাওয়ান। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরির পর দ্বিতীয়টি এসেছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

Post a Comment

thanks