Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্রেফতার রিপাবলিক টিভি-র প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী

 


গ্রেফতার রিপাবলিক টিভি-র প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী


বুধবার সকালে রিপাবলিক টিভি-র প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ২০১৮ সালে ৫৩ বছরের ইন্টিরিয়র ডিজাইনার অনভয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েকের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল তাঁকে। রিপাবলিক টিভি থেকে প্রাপ্য অর্থ না পেয়ে আত্মহত্যা করেন অনভয় নায়েক ও তাঁর মা বলেই অভিযোগ। 


গ্রেফতার করতে এসে মুম্বই পুলিশ তাঁকে মারধর করেছে বলে অভিযোগ অর্ণবের। তাঁকে কার্যত গলা ধাক্কা দিয়ে বের করে আনা হয় বলেও দাবি করা হয়েছে।


এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ট্যুইটে লেখেন, মহারাষ্ট্রে প্রেস স্বাধীনতার ওপর এই হামলার তীব্র নিন্দা করছি। সংবাদমাধ্যমের সঙ্গে এভাবে ব্যবহার করা ঠিক নয়। জরুরি অবস্থা সময়ের কথা মনে পড়ে যাচ্ছে।



অন্যদিকে পুলিশের পদক্ষেপকে সমর্থন করে শিবসেনা নেতা সঞ্জয় রউত বলেছেন, মহারাষ্ট্রে আইন অনুসরণ করা হয়েছে। পুলিশ তখনই পদক্ষেপ নেয়, যখন নির্দিষ্ট প্রমাণ থাকে। তিনি মনে করিয়ে দেন, ঠাকরে সরকার গঠন হওয়া ইস্তক কারও বিরুদ্ধে প্রতিহিংসাস্বরূপ আচরণ করা হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code