সোল বীটস্ ডান্স একাডেমির শারদ সম্মান প্রদান ও বিজয়া সম্মিলনী 

শচীন পাল, মেদিনীপুর

বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে প্রদান করা হলো শারদ সম্মান।মেদিনীপুর শহরের ঐতিহ‍্যবাহী বিদ‍্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হলো সোল বীটস ডান্স একাডেমির শারদ সম্মান প্রদান ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোল বিটস ড্যান্স একাডেমির পূজো পরিক্রমা-২০২০ তে বিচারকদের বিচারে বিভিন্ন বিভাগে নির্বাচিত সেরার সেরা পঞ্চাশটির বেশি পূজা কমিটি গুলিকে পুরস্কৃত করা হলো।



এবারে পুজো পরিক্রমায় প্রায় শতাধিক পূজাকে বিচারের আওতায় রাখা হয়েছিল বলে জানান সোল বীটস ডান্স একাডেমির কর্ণাধার নৃত্যশিল্পী বিউটি দাশ।এদিন বিচারকদের বিচারে-

  • প্রতিমাতে সেরা বিবিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব কমিটি, 
  • মণ্ডপ সজ্জায় সেরা সংযুক্ত পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, 
  • পরিবেশ সচেতনতায় সেরা রবীন্দ্রনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, 
  • সাম্প্রদায়িক সম্প্রীতিতে সেরা শেখপুরা সর্বজনীন দুর্গোৎসব কমিটি, 
  • সেরা মহিলা পূজা অশোকনগর মাঙ্গলিক মহিলা সমিতি, 
  • সেরা আদি পুজো কর্নেলগোলা আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি নির্বাচিত হয়।
  • আর সেরার সেরা পুজো হিসেবে শ্রেষ্ঠত্বের সম্মান ছিনিয়ে নেয় শরৎপল্লীর সৃজনী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। 


এছাড়াও মেদিনীপুর শহরের আরও বিয়াল্লিশটি পুজো কমিটিকে বিশেষ শারদ সম্মান প্রদান করল সোলবিট ডান্স একাডেমি।



এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত গুরু ও প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সঙ্গীত শিল্পী হায়দার আলী, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল, চিত্রশিল্পী অচিন্ত্য মারিক,ফর ইউ এর কর্ণাধার গোপাল দাস, বিষ্ণী জুয়েলারীর কর্ণাধার বর্ষা মুখার্জিসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানে লাইভ ড্রয়িং করে উপস্থিত সকলের মন জয় করেন মেদিনীপুর আর্ট একাডেমি ও মেদিনীপুর আর্টিস্ট ফোরামের শিল্পীরা। সঞ্চালনা করেন রাহুল চন্দ্র ও অনন‍্যা পান্ডে।