উত্তরবঙ্গ রাজ্য গঠন সহ ৯ দফা দাবি সহ স্মারকলিপি রাজ্যপালের হাতে তুলে দিলো উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ
উত্তরবঙ্গের 22 টি জনজাতি ও দু কোটি মানুষের বিভিন্ন দাবি নিয়ে উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের কেন্দ্রীয় কমিটির 3 সদস্যের প্রতিনিধি দল গত 15 নভেম্বর দেখা করেন মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকরের সাথে।
সংগঠনের পক্ষ থেকে আলাদা উত্তরবঙ্গ রাজ্য গঠন সহ 9টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় উত্তম কুমার নন্দী, গৌতম রায় এবং শিশির শর্মার নেতৃত্বে।
বৈঠকে সমস্থ বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা করার পর সন্তোষ জনক জবাব পেয়ে খুশি হয়ে ধন্যবাদ জ্ঞাপন করে ফিরে এসে সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার নন্দী বলেন, "দখিনবঙ্গ মানসিকতার জন্যই আমরা অবহেলিত, কলকাতার বাইরেও মানুষ থাকে সেটা উনারা মনে করেন না, আর তারই ফলশ্রুতিতেই আজও উত্তরবঙ্গ শিক্ষা, স্বাস্থ্য, শিল্পে পিছিয়ে, যেটুকু আছে সেটাকেও ধংস করার নোংরা রাজনীতি চলছে, আর এটা রুখতে হলে আলাদা রাজ্য ছাড়া কিছুই সম্ভব নয়, রাজ্যপালের কাছে আমরা সন্তোষ জনক আশ্বাস পেয়েছি , আশা করছি ভালো কিছু হবে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊