ভারতের নুতন রক্ষা কবজ EOS-01

pic credit: india today


ফের ভারতের সামরিক রক্ষা কবজ উৎক্ষেপণ করল ইসরো l


সতীশ ধাবন উৎক্ষেপণ স্থল থেকে ৯টি কৃত্রিম উপগ্রহ নিয়ে সফল যাত্রা সম্পন্ন করল PSLV-C49,

EOS-01 স্যাটেলাইটে আরও উন্নত প্রযুক্তি সম্পন্ন যা ঘন মেঘ, ঘন বরফ ও খারাপ আবহাওয়াতেও স্পষ্ট চিত্র পৌঁছে দেবে ভারতীয় সেনা বাহিনীর কাছে  l

গত কিছু বছর ধরে চীনের সঙ্গে সীমান্ত বিবাদ ও চীনা সেনার ভারতীয় ভূ খন্ডে প্রবেশ উত্তেজনা সৃষ্টি করেছে l এই EOS-01 সীমান্ত গতিবিধির উপর নিখুঁত নজর রাখবে যা ভারতীয় স্থল, বায়ু ও নৌ সেনা অল্প সময়ের মধ্যে তথ্য পৌঁছে দেবে l