রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো গুন্দিরিয়া পঞ্চায়েত 


রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমা হাসপাতালে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো গুন্দিরিয়া গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার গুনানন্দবাটী গ্রামে গুন্দিরিয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এলাকার ১১০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। করোনা পরিস্থিতিতে জেলায় রক্তদান শিবির বন্ধ থাকায় রক্তের জন্য চরম সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে রোগীর পরিবারের সদস্যদের। সেই সমস্যা মেটাতে আজকের এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।


উপস্থিত ছিলেন ভরতপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অঞ্জন চৌধুরী, ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাত, ভরতপুর ১ নম্বর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয় চন্দ্র দে, ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবি মালাকার, ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আসিফুজ্জামান, ভরতপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সঞ্জয় সরখেল, ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ বাগদী, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ গৌড় হরি ঘোষ, ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মিত্রা সরখেল, গুন্দিরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হরপ্রসাদ ঘোষ ও পঞ্চায়েতের সদস্যরা।