এক নজরে সৌমিত্র চট্টোপাধ্যায় 





রবিবার কলকাতার(সাউথ) একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ সিনেমা জগৎ থেকে সাহিত্য, রাজনীতি, কাব্য চর্চা সব ক্ষেত্রেই ছিল তাঁর অবাধ ও জলন্ত উপস্থিতি ৷ 

জন্ম - ১৯৩৫ সালের জানুয়ারি মাসের ১৯ তারিখ জন্ম হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৷ 
মৃত্যু- ২০২০ সালের ১৫ নভেম্বর দুপুর ১২ টা ১৫ মিনিট। 

বাড়ি- পরিবারের আদি বাড়ি ছিল অধুনা বাংলাদেশের কয়া গ্রামে। নদীয়া জেলার কৃষ্ণনগরে থাকতেন একসময়। এরপর বাবার চাকরি বদলির কারণে ক্লাস ফাইভের পর হাওড়ায় চলে আসেন সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ 

কলকাতার সিটি কলেজে বাংলা সাহিত্য নিয়ে তাঁর পড়াশুনা। 


চাহিদা- কবিতা, আবৃতি, সাহিত্য, বাম রাজনীতি।

উত্তম সৌমিত্র জুটি-
তপন সিনহার ‘ঝিন্দের বন্দি’ , 'দেবদাস' , 'স্ত্রী', 'যদি জানতাম'

প্রথম ছবি-
১৯৫৯ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় 'অপুর সংসার' ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মত পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা, ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

খ্যাতিমান চরিত্র- 

ফেলুদা চরিত্র

শেষ বয়সের অভিনীত সুপার হিট ছবি-
‘বেলাশেষে’, ‘ময়ূরাক্ষী’, ‘বসু পরিবার’, ‘সাঁঝবাতি’, ' তার প্রমাণ' ।

উপাধি ও সম্মান ও পুরস্কার -
২০০৪ – পদ্ম ভূষণ, ভারত সরকার
২০১২ - দাদাসাহেব ফালকে পুরস্কার, ভারত সরকার
২০১৭ – লিজিওন অফ অনার( ফ্রান্স সরকার)
২০১৭ – বঙ্গবিভূষণ, পশ্চিমবঙ্গ সরকার (২০১৩ সালে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন)

অভিনীত ছবির নাম(সাল সহ)-

১৯৫৯-অপুর সংসার
১৯৬০-ক্ষুধিত পাষাণ
১৯৬০-দেবী
১৯৬১-স্বরলিপি 
১৯৬১-সমাপ্তি 
১৯৬১-স্বয়ম্বরা
১৯৬১-পুনশ্চ
১৯৬১-ঝিন্দের বন্দিময়ূরবাহন
১৯৬২-শাস্তি
১৯৬২-অতল জলের আহ্বান
১৯৬২-আগুন
১৯৬২-বেনারসী
১৯৬২অভিযান
১৯৬৩সাত পাকে বাঁধা
১৯৬৩শেষ প্রহর
১৯৬৩-বর্ণালী
১৯৬৪-প্রতিনিধি
১৯৬৪-চারুলতা
১৯৬৪-কিনু গোয়ালার গলি
১৯৬৫-বাক্স বদল
১৯৬৫-কাপুরুষ
১৯৬৫-একই অঙ্গে এত রূপ
১৯৬৫-একটুকু বাসা
১৯৬৫-আকাশ কুসুম
১৯৬৬-মনিহার
১৯৬৬-কাচ কাটা হীরে
১৯৬৬-অঙ্গীকার
১৯৬৬-জোড়া দিঘির চৌধুরী পরিবার
১৯৬৭-হঠাৎ দেখা
১৯৬৭-হাটে বাজারে
১৯৬৭-প্রস্তর স্বাক্ষর
১৯৬৭-অজানা শপথ
১৯৬৭-মহাশ্বেতা
১৯৬৮-পরিশোধ
১৯৬৮-বাঘিনী
১৯৬৯-তিন ভুবনের পারে
১৯৬৯-পরিণীতা
১৯৬৯-অপরিচিত
১৯৬৯-চেনা অচেনা
১৯৬৯-বালক গদাধর
১৯৭০-অরণ্যের দিনরাত্রি
১৯৭০-আলেয়ার আলো
১৯৭০-পদ্ম গোলাপ
১৯৭০-প্রথম কদম ফুল
১৯৭১-মাল্যদান
১৯৭১-খুঁজে বেড়াই
১৯৭১-সংসার
১৯৭২-স্ত্রী
১৯৭২-জীবন সৈকতে
১৯৭২-অপর্ণা
১৯৭৩-নতুন দিনের আলো
১৯৭৩-বসন্ত বিলাপ
১৯৭৩-নিশিকন্যা
১৯৭৩-অশনি সংকেত
১৯৭৩-রক্ত (বিলেত ফেরত )
১৯৭৩-অগ্নি ভ্রমর
১৯৭৩-এপার অপার
১৯৭৪-সোনার কেল্লা
১৯৭৪-সঙ্গিনী
১‌৯৭৪-অসতী
১৯৭৪-যদি জানতেম
১৯৭৪-সংসার সীমান্তে
১৯৭৬-দত্তা
১৯৭৮-জয় বাবা ফেলুনাথ
১৯৭৯-নৌকাডুবি
১৯৭৯-দেবদাস
১৯৭৯-গণদেবতা
১৯৮০-হীরক রাজার দেশে
১৯৮১-খেলার পুতুল
১৯৮৩-অমর গীতি
১৯৮৪-কোণিক্ষিদ দা
১৯৮৪-ঘরে বাইরে
১৯৮৬-শ্যাম সাহেব
১৯৮৭-একটি জীবন
১৯৮৮-লা ন্যুই বেঙ্গলি
১৯৮৯-গণশত্রুডা
১৯৯০-শাখাপ্রশাখা
১৯৯২-তাহাদের কথা
১৯৯২-মহাপৃথিবী
১৯৯৪-হুইল চেয়ার
১৯৯৪-উত্তরণ
১৯৯৪-সোপাণ
১৯৯৬-বৃন্দাবন 
১৯৯৯-অসুখ
২০০০-পারমিতার একদিন
২০০১-দেখা
২০০২-সাঁঝবাতির রূপকথারা
২০০২-আবার অরণ্যে
২০০৩-পাতালঘর
২০০৪-Schatten der Zeit (শ্যাডোস অফ টাইম)
২০০৫-ফালতু
২০০৫-নিশিযাপন
২০০৫- ১৫ পার্ক অ্যভিনিউ
২০০৬-দ্য বঙ কানেকশন
২০০৭-চাঁদের বাড়ি


অভিনীত উল্লেখযোগ্য নাটক-

১৯৬৩তাপসী
১৯৭৮-নামজীবন
১৯৮৩-রাজকুমার
১৯৮৭-ফেরা
১৯৮৮-নীলকন্ঠ
১৯৯০-ঘটক বিদায়
১৯৯২-দর্পণে শরৎশশী
১৯৯৪-চন্দনপুরের চোর
১৯৯৫-টিকটিকি
১৯৯৮-প্রাণতপস্যা