পান্থপাদপ সোসাইটির উদ্যোগে পুরানো ব্যবহারযোগ্য পোষাক বিতরণ
শচীন পাল, সংবাদ একলব্যঃ আবারও মানবিক মুখ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে হলো ধর্মা পশ্চিম মেদিনীপুর পান্থপাদপ সোসাইটি। শনিবার সোসাইটির সদস্য-সদস্যাদের উদ্যোগে পাঁচ শতাধিক দুঃস্থ মানুষজনের হাতে তুলে দেওয়া হলো ব্যবহারযোগ্য পুরানো পোশাক। কেরানীচটির বিদ্রোহী সংঘের মাঠে আয়োজিত কর্মসূচিতে সমবেত নারী-পুরূষ-শিশুদের হাতে একসেট করে পোষাক তুলে দেওয়া হয়। শীত আসার প্রাক মুহুর্তে ওই পোশাকগুলো দুঃস্থ মানুষের কিছুটা হলেও উপকারে আসবে বলে আশা পান্থপাদপের সদসস্যদের।
এই পোষাক সংগ্রহের ক্ষেত্রে সোসাইটির সদস্য-সদস্যারা যেমন নিজেরদের বাড়ির ব্যবহারযোগ্য পোষাক দিয়েছেন তেমনি সংস্থার শুভানুধ্যায়ীর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিগত এক সপ্তাহ ধরে এই পোষাক গুলো সংস্থার তরফে সংগ্রহ করা হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি সুশান্ত কুমার ঘোষ,সম্পাদক সুব্রত দত্ত,সহ-সভাপতি সরোজ মান্না, সদস্য দেবব্রত দত্ত, সন্দীপ জানা, মুস্তাক আলি, মলয় সমাজপতি, দিব্যেন্দু সাহা, মলয় ঘোষ, রঞ্জন কর প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন 'বিদ্রোহী সংঘের' পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক বিমল দুয়ারী। সোসাইটিকে এই পোষাকগুলি সংগ্রহে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেবব্রত দে,সুব্রত দত্ত, দেবব্রত দত্ত, সন্দীপ জানা, মলয় সমাজপতি, পান্না মহাপাত্র,রুপা বেরা, অনিন্দিতা মন্ডল, নন্দদুলাল চক্রবর্ত্তী, মলয় ঘোষসহ আরও অনেকে। আগামী দিনে শহরের বিভিন্ন প্রান্তে এই ধরনের কর্মসূচি সংস্থার তরফে রূপায়ণের পরিকল্পনা করা হবে বলে সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊