Latest News

6/recent/ticker-posts

Ad Code

৪০০ বছর পর বৃহস্পতি আর শনির মিলন- 2020 তে আর এক মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায়

symbolic picture

৪০০ বছর পর বৃহস্পতি আর শনির মিলন- 2020 তে আর এক মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় 


১৬২৩ সালের ১৬ ই জুলাই এর পর ২০২০ র ২১ শে ডিসেম্বর দক্ষিণ পশ্চিম আকাশে দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য




যেহেতু বৃহস্পতির এক বছর পৃথিবীর ১২ বছরের কম আর শনির এক বছর পৃথিবীর ২৯ বছরের কম তাই তারা প্রতি ২০ বছর অন্তর তারা কাছাকাছি আসে কিন্তু এবার ২১ শে ডিসেম্বরে বৃহস্পতি আর শনির কার্যত মিলন ঘটবে, একটাই উজ্জ্বল তারা হিসেবে দেখা যাবে তাদের। 

তবে এই মহাজাগতিক দৃশ্য কতটা দৃশ্যমান হবে তাতে চিন্তায় অনেকে। কারণ শীতের দাপট । ফলে আকাশ স্বচ্ছ না থাকলে এই মহাজাগতিক দৃশ্য দেখার সৌভাগ্য নাও হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code