না ফেরার দেশে চলে গেলেন আহমেদ প‍্যাটেল



না ফেরার দেশে চলে গেলেন আহমেদ প‍্যাটেল 



প্রয়াত কংগ্রেস প্রবীণ নেতা আহমেদ প‍্যাটেল। গুজরাত থেকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আহমেদ প‍্যাটেল বুধবার ভোররাতে গুরুগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১ অক্টোবর কোভিড-পজিটিভ হন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর একাধিক শারিরীক সমস‍্যায় ভুগছিলেন তিনি। মাল্টি-অর্গাল ফেলিওরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১। 




ট্যুইটারে আহমেদ পুত্র ফৈজল লেখেন, অত্যন্ত দুঃখ ও শোকের সঙ্গে আমি জানাচ্ছি, আমার বাবা আহমেদ প‍্যাটেল প্রয়াত হয়েছেন। মাসখানেক আগে কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে এবং এদিন মাল্টি-অর্গান ফেলিওরের ফলে তাঁর মৃত্যু হয়েছে। 



জাতীয় কংগ্রেসের কোষাধ্যক্ষের পদেও দায়িত্ব সামলেছেন তিনি। ছিলেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিবও। কংগ্রেসের এই প্রবীণ নেতার মৃত‍্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোক প্রকাশ করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও। 

Post a Comment

thanks