পরিবর্তন হচ্ছে অযোধ‍্যা বিমান বন্দরের নাম



জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পরিবর্তন হতে চলেছে উত্তরপ্রদেশের অযোধ্যা বিমান বন্দরের নাম। মঙ্গলবার রাজ‍্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। অযোধ‍্যা বিমানবন্দরের নাম পরিবর্তন করে শ্রীরামের নামে হবে বলে জানানো হয়েছে। সূত্রের দাবি অযোধ্যা বিমানবন্দরের নাম শ্রীরামের নামে করার ব্যপারে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।





বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অযোধ্য বিমানবন্দরের নতুন নাম হবে 'মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর'। জানা গেছে, রাজ্য বিধানসভাতেও এই প্রস্তাব পাস করান হবে এবং তা পাঠানো হবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে।




রাজ্য সরকার সূত্রে জানানো গেছে, অযোধ্যা বিমানবন্দর হবে আন্তর্জাতিক মানের বিমানবন্দর। ২০২১ সালের মধ‍্যে সেই কাজ সম্পন্ন করার কথা। রাজ্যের এক আধিকারিক সংবাদ মাধ্যমে জানান, রাম মন্দির তৈরি হয়ে গেলে দেশ ও বিদেশের বহু পর্যটক অযোধ্যায় আসবেন। তাই বিমান বন্দরও হবে আন্তর্জাতিক মানের।