সুখবর, আশঙ্কার অবসান! সরছে নিম্নচাপ! 



অবশেষে আশঙ্কার অবসান। একদিকে যখন জাঁকিয়ে বসেছে করোনা তখন অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস বাঙালির মুখ ভার করেছে। চলছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। আর তাঁর মাঝেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে চিন্তার ভাঁজ পড়েছিল বাঙালির। নিম্নচাপের সম্ভাবনার কথা শুনিয়েছিল আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভবনার কথাও শুনিয়ে রেখেছিল আবহাওয়া অফিস। ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীতে দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। তবে সপ্তমীতে সুখবর শোনালেন তাঁরা। সরে যাচ্ছে নিম্নচাপ। 



আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ সরছে বাংলাদেশের দিকে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। ঝোড়ো হাওয়ার সতর্কতাও থাকছে না। অষ্টমী থেকেই আবহাওয়ার উন্নতি হবে।হাওয়া অফিসের এই খবরে খুশি আমজনতা থেকে পুজো উদ্যোক্তা সকলেই।