সৃজনী গুণের বহিঃপ্রকাশ ঘটালেন সুদেষ্ণা, নিজের হাতেই গড়লেন প্রতিমা



সৃজনী গুণের বহিঃপ্রকাশ ঘটালেন সুদেষ্ণা, নিজের হাতেই গড়লেন প্রতিমা 



সুজাতা ঘোষ , বাগডোগরা :


শুরু হয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব । করোনা আবহে নিজেকে এবং পরিবারের সদস্যদের বিপদের মুখে ঠেলে না দিয়ে বাড়িতে বসেই অনেকে ভার্চুয়ালি প্রতিমা দর্শন করছেন। আবার অনেকে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টায় দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকেই সৃজনী গুণের বহিঃপ্রকাশ ঘটছে ; বর্তমানে এমনই একজন সৃজন শিল্পী সুদেষ্ণা বর্মন ।


সুদেষ্ণা বর্মনের বাড়ি জলপাইগুড়িতে। ছোট থেকেই রং তুলিতে আঁকি-বুকি কাটতে এবং আলপনা দিতে ভালোবাসে । এবারে সে আড়াই ফুট‌ উচ্চতার দুর্গা প্রতিমা বানিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে জলপাইগুড়িবাসীর , এমনকি ইতিমধ্যেই বন্ধু মহলেও ঝড় উঠে গেছে তার সেই প্রতিমা নিয়ে। জানা গেছে, বর্তমানে সুদেষ্ণা তাঁর বাড়িতে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করে প্রতিদিন সেই মূর্তিতেই পুজো করছেন।



সুদেষ্ণা বর্মনের বান্ধবী সপ্তরা শীল জানিয়েছেন - 'ওর অনেক গুণ রয়েছে কিন্তু এত সুন্দর দুর্গা প্রতিমা বানাবে তা ভাবতেও পারিনি। সত্যি অসাধারণ সুন্দর হয়েছে ।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ