Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটার নিষিদ্ধ পল্লীর শিশুদের মুখে হাসি ফোটালো উল্লাস বয়েস

দিনহাটার নিষিদ্ধ পল্লীর শিশুদের মুখে হাসি ফোটালো "উল্লাস বয়েস" নামের একটি গানের দল



দিনহাটার নিষিদ্ধ পল্লীর দুস্থ শিশুদের হাতে পূজার জন্যে নতুন জামা কাপড় ও মাস্ক তুলে দিল দিনহাটার "উল্লাস বয়েস" নামের একটি গানের দল। এদিন মূলত দিনহাটা রেড লাইট এরিয়া ও দিনহাটা স্টেশনের পাশের বস্তির দুস্থ শিশুদের হাতে তারা জামাকাপড় ও মাস্ক তুলে দেয়।এছাড়া ও এদিন এই কর্মসূচির শুরুতে দিনহাটা রেড লাইট এরিয়ার শিশুদের মনোরঞ্জনের জন্যে গানের অনুষ্ঠান করে উল্লাস বয়েস এর সদস্যরা।


"উল্লাস বয়েস" - এর সদস্য তন্ময় কর্মকার জানান আমরা উল্লাস বয়েস বিগত ২৫শে সেপ্টেম্বর থেকে আমাদের ফেসবুক পেজে 'পূজারসাজ' নামক ইভেন্টির শুরু করেছিলাম৷ এই ইভেন্ট উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের শিল্পী বন্ধুরা লাইভ অনুষ্ঠান করেন,যাদের মধ্যে উল্লেখযোগ্য সারেগামাপা খ্যাত রাতুল চক্রবর্তী, নবদ্বীপের সৌভিক ও তার বন্ধুরা,কলকাতা থেকে রূচিস্মিতাচক্রবর্তী,দিনহাটার স্বনামধন্য শিল্পী অনুস্মিতা নাগ৷এছাড়াও এই ইভেন্ট উপলক্ষ্যে দিনহাটার বুকে প্রথম একটি স্ট্রীট কনসার্টের আয়োজন করা হয়৷

৯টি লাইভ অনুষ্ঠান এবং একটি স্ট্রীট কনসার্ট থেকে অনলাইন,অফলাইনে যা অনুদান পেয়েছি সেটা দিয়েই আজ ২১শে অক্টোবর দিনাহাটার দুস্থ শিশুদের নতুন পোশাক ও মাস্ক দিয়ে সাহায্য করা হল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তন্ময় কর্মকার,সুব্রত সাহা,আকাশ সাহা সহ উল্লাস বয়েসের অন্যান্য সদস্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code