শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে 'ভালোবেসে নববেশে ও খুশির মেলায়' দুর্গাপুজোর বোধন অনুষ্ঠান হল নসরৎপুরে
গৌতম সাহা,নসরৎপুরঃ
করোনা অতিমারি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা অব্যাহত রেখেই শারদোৎসবের প্রাক্কালে আবার নসরৎপুর অঞ্চলের মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো নসরৎপুর টিচার্স রিলিফ ফান্ড।
ইতিপূর্বে দুঃস্থ মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা ও ছাত্রছাত্রীদের বই খাতা বিতরণের মাধ্যমে নসরৎপুরের শিক্ষকরা তাদের সামাজিক দায়বদ্ধতা পালনে এগিয়ে এসেছেন। আজ "ভালোবেসে- নববেশে" অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপূজার দোরগোড়ায় দাঁড়িয়ে এলাকার কচিকাঁচা ও বয়স্ক মানুষদের হাতে পুজোর উপহার তুলে দিয়ে যেন উৎসবের সূচনা ঘটালেন এলাকার শিক্ষকরা। আজ পূর্বস্থলী ১ নং ব্লকের নসরৎপুর অঞ্চলের "পথের সাথী" তে আয়োজিত অনুষ্ঠানে ছিলো বরাবরের মতোই অভিনবত্বের ছোঁয়া। শুধু পোশাক নয় , চিপস, কেক, স্মাইলি বল, চকোলেট,বেলুন সব মিলিয়ে আজকের অনুষ্ঠান ছিলো প্রকৃত অর্থেই "খুশির মেলা"।
সমগ্র অনুষ্ঠানটিই ছিলো অত্যন্ত সুসংহত ও গোছানো। উদ্যোক্তারা অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে করোনা জনিত সমস্ত সুরক্ষা বিধি মেনে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করেন। আজ প্রায় শতাধিক শিশু ও প্রবীণ নাগরিকদের হাতে নববস্ত্রের উপহার তুলে দেওয়া হয়েছে। সন্ধ্যায় সমুদ্রগড় স্টেশনে আরো প্রায় 50 টির বেশি দুঃস্থ মানুষদের হাতে পোশাক তুলে দেন শিক্ষকরা। আজকের এই অনুষ্ঠানে খুশি কচিকাঁচা ও প্রবীণ নাগরিকরা, উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন। ফাণ্ডের সব শিক্ষক প্রতিনিধিদের কথায় "এইভাবেই তারা অসহায় মানুষের পাশে থাকতে চাই"।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊