রেলের যন্ত্রাংশ তৈরির কারখানার সামনে অবস্থান বিক্ষোভ শ্রমিকদের



SER-23, বাঁকুড়া, ২৮আক্টোবর: 

একাধিক দাবি দাওয়া নিয়ে  বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হাটআসুড়িয়ায় কালিমাতা ভেপার প্রাইভেট লিমিটেড নামে রেলের যন্ত্রাংশ তৈরির কারখানার সামনে অবস্থান বিক্ষোভ শ্রমিকদের । 


বেতন বৃদ্ধি না করা,পুরাতন শ্রমিকদের ছাটাই করে নুতন শ্রমিক নিয়োগ করা, স্থায়ী ও অস্থায়ী কর্মীদের অকারণে বরখাস্ত করা, দুর্গাপুজোর বকেয়া বোনাস না দেওয়া সহ মালিক পক্ষের একাধিক নীতির বিরুদ্ধে আজ সকাল থেকেই কারখানার গেটের সামনে বিক্ষোবে ফেটে পড়েন তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের শ্রমিকরা।

কারখানা কর্তৃপক্ষের তরফে কোনো সদুত্তর না পাওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে বলে জানান শ্রমিক সংগঠনের তরফে ।