সূর্যকুমারকে স্লেজ করে বিতর্কে কোহলি!
গতকাল মুম্বাই- ব্যাঙ্গালোর ম্যাচে সূর্যকুমারের ব্যাটে ভর করে প্লে অফে নিশ্চিত জায়গা করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৪৩বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। আর সেই ম্যাচেই আরসিবি অধিনায়ক বিরাট কোহলির আচরণ নিয়ে সরব হলেন নেটিজেনরা। সূর্যকুমারকে স্লেজ করেছেন কোহলি! এনিয়ে জোর চর্চা চলছে নেট পাড়ায়।
এদিনের ম্যাচে একাধিকবার মাথা গরম করতে দেখা যায় ব্যাঙ্গালোর অধিনায়ক কোহলি কে। স্লেজ করে বসেন সূর্যকে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এদিনে ইনিংসে ২৫ বলে যখন ৪০ রানে দাঁড়িয়ে সূর্য কুমার তখন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি এগিয়ে গিয়ে তাঁর পাশে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কিছু কথা বলতে দেখা যায়। যদিও তা চুপচাপ মেনে নেন মুম্বই -য়ের এদিনের জয়ের নায়ক। সূর্যের প্রতি বিরাটের এরুপ আচরণ মেনে নিতে পারছেন না অনেকেই। ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেও জাতীয় দলে সূর্যকে সুযোগ না দেওয়ায় বিসিসিআই ও বিরাট কোহলির রাজনীতির প্রসঙ্গ তুলে এনেছেন অনেকে।
Love u Surya.
— HITMAN 🦋 (@ROxSSR45) October 28, 2020
That's the way u deal 💯#MIvsRCB pic.twitter.com/8q1mMW0WSF
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊