হাসপাতালে ভর্তি কপিল দেব
হৃদরোগে আক্রান্ত হয়ে হরিয়ানা হ্যারিকেন তকমা পাওয়া ভারতের অন্যতম সর্বকালের সেরা অলরাউন্ডার তথা ভারতের প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয়ী দলের সদস্য কপিল দেব। শুক্রবার সকালে আচমকাই হার্ট অ্যাটাক হয় তাঁর। সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লির ফর্টিস এসকর্ট হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তাঁর। আপাতত তিনি সুস্থ রয়েছেন।
১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে প্রথম কাপ জেতে ভারত। বিপক্ষ দল ওয়েস্ট ইন্ডিজও তখন খুব শক্তিশালী দল ছিল। সেই দলকে হারিয়ে সেরার শিরোপা নিয়েছিল ভারত। লর্ডসে প্রবাসী ভারতীয়দের উল্লাস এখনও ভোলার মতো নয়। সেই ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। আইপিএল ২০২০ নিয়ে নিজের মতামত দিচ্ছিলেন বিভিন্ন খেলার চ্যানেল, সংবাদ মাধ্যমে। তবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জনজীবনে অত্যন্ত সক্রিয় ছিলেন কপিল। ৬১ বছরের কপিলের অসুস্থতার খবরে তীব্র উদ্বেগ, সংশয় ছড়িয়ে পড়েছে তাঁর ভক্তকূলে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊