NCC কোর্সে ভর্তির ফি মুকুবের দাবিতে স্মারকলিপি প্রদান প্রাক্তনদের



NCC কোর্সে ভর্তির ফি মুকুবের দাবিতে স্মারকলিপি প্রদান প্রাক্তনদের 




মধুসূদন রায় , ময়নাগুড়ি :


NCC কোর্সে ভর্তির ফি মুকুবের দাবিতে গতকাল ময়নাগুড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি জমা দিলেন কলেজেরই NCC কোর্স করা প্রাক্তন ছাত্ররা।



এই কোর্সের প্রাক্তন ছাত্র প্রসেনজিৎ মোদক বলেন, ' NCC কোর্সে ভর্তির জন্য ময়নাগুড়ি কলেজের পক্ষ থেকে নেওয়া হচ্ছে দেড়শো টাকা। কেনই বা নেওয়া হচ্ছে এই টাকা ? NCC কোর্সে ভর্তির জন্য কোনো টাকা নেওয়া হয়না বা দেওয়াও হয়না । মূলত, রাজ্য বা কেন্দ্র সরকার থেকে NCC-র সকল ছাত্র - ছাত্রীরা টাকা পান । একদিকে চলছে করোনা অপরদিকে সামনেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই পরিস্থিতিতে কিভাবে অভিভাবকরা সন্তানদের কলেজে ভর্তি করাবেন , কিভাবে তারা বই খাতা কিনে দেবেন, আবার কিভাবে তারা নতুন জামা-কাপড় তুলে দেবেন সন্তানদের। এনিয়ে অনেক মধ্যবিত্ত ও গরীব পরিবার খুবই চিন্তিত। অপরদিকে NCC কোর্সে ভর্তি হতে গেলে এই টাকা দিতে হচ্ছে । যার ফলে আমরা কয়েকজন মিলে শুক্রবার ময়নাগুড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি জমা দিই এবং যারা ভর্তির জন্য টাকা দিয়েছে তাদের টাকা যেন ফেরত দেওয়া হয় এই দাবি আমরা জানিয়েছি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ