ভারতে কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনে  পতাকা উত্তোলন 





১৯২০- র ১৭ অক্টোবর ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়। আজ শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে দেশজুড়ে লাল পতাকায় পার্টি অফিস গুলো সেজে উঠেছে । 


ভারতে কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনে পার্টি অফিসে পতাকা তোলেন সি.পি.আই (এম) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন, শহীদ বেদীতে মাল্যদান করেন সি.পি.আই (এম) জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, এরিয়া কমিটির সম্পাদক দেবাশিষ দেব, প্রবীর পাল, রাখাল দে, নিখিল দাস, কাজল রায়, রাজীব রায় প্রমুখ।


প্রসঙ্গত ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়, তা নিয়ে ভারতের কমিউনিস্ট আন্দোলনে দুটি মত প্রচলিত আছে। সিপিআই ১৯২৫ সালের ২৬ ডিসেম্বর তারিখটিকে দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করেছে। কিন্তু সিপিআই ভেঙে গঠিত দল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআইএম) মনে করে সিপিআই প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২০ সালের ১৭ অক্টোবর।