অভিভাবকদের স্বস্তি দিল আদালত, বেসরকারি স্কুলের ফি কমানোর নির্দেশ দিল হাইকোর্ট
করোনা সংক্রমণের জেরে জারি লক ডাউনে আয়হীন হয়ে পড়েছে অনেকে। অনেকে অল্প আয়ে মানিয়ে নিতে পারছে না। এই অবস্থায় বেসরকারি স্কুলে পড়া সন্তানদের স্কুল ফি দিতে প্রতিকূলতার মধ্যে পড়েছেন অনেকেই। রাজ্য সরকারের তরফেও বেসরকারি স্কুলগুলির কাছে ফি মকুবের অনুরোধ করা হয়েছিল। এমন পরিস্থিতিতে স্কুল গুলো ফি না কমানোয় বেশ চাপে পড়ে গেছে অভিভাবক- অভিভাবিকারা। শেষ অবধি দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টে। গত সপ্তাহে শেষ হয় শুনানি। আজ রায়দান করে হাইকোর্ট। অভিভাবকদের স্বস্তি দিয়ে আদালত জানাল, ২০ শতাংশ ফি কমাতে হবে বেসরকারি স্কুলগুলোকে। টিউশন ফি ছাড়া অন্য সমস্ত ফি সম্পূর্ণ মকুব করতে হবে।
মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এদিন জানিয়ে দেয় বেসরকারি স্কুল গুলিকে ২০১৯-২০২০ বর্ষে ২০ শতাংশ ফি মকুব করতে হবে। এরপরেও কোনও অভিভাবক-অভিভাবিকার সমস্যা হলে কি করা যায় তা সিদ্ধান্ত নিতে তিনজনের একটি কমিটি গঠন করা হতে বলা হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে পদক্ষেপের সময়সীমা ধার্য করেছে হাই কোর্ট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊