সর্প সচেতনতামূলক শিবিরের পাশাপাশি বস্ত্র বিতরণ কর্মসূচি বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার




সর্প সচেতনতামূলক শিবিরের পাশাপাশি বস্ত্র বিতরণ কর্মসূচি বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার

নিজস্ব প্রতিবেদন


করোনা আবহে আলিপুরদুয়ার ১১ হাত কালীবাড়ি মোড়ে সর্প সচেতনতামূলক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক সহায়তা শিবিরের পাশাপাশি বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করল অলিপিরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা।



করোনার প্রভাবে এবছর কর্মহীন,রোজগারহীন হাজারো মানুষ।সেই কথা মাথায় রেখে প্রতি বছরের ন্যায় সর্প সচেতনতামূলক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক সহায়তা শিবিরের সাথে আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার তরফে আজ মহা সপ্তমী উপলক্ষে ৫০০ দুস্থ মানুষকে খাওয়ানোর কর্মসূচি গ্রহণ করা হয়।এই সামাজিক কর্মসূচি নবমী পর্যন্ত চলবে বলে জানানো হয় বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে।


এর পাশাপাশি করোনাকে রুখতে কোভিড সচেতনতা মাস্ক ও স্যানিটাইজ বিতরন করা হয় সাধারণ মানুষের মধ্যে।এছাড়াও ছবির মাধ্যমে সাপ এবং সাপের কামড় নিয়ে আলোচনা করা হয় শুক্রবার।এদিনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক কৌশিক দে,জয়ন্ত দাস, অলিপিরদুয়ারের বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিজ্ঞ মৃদুল গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Post a Comment

thanks