মাতৃশক্তিকে সম্মানের বার্তা দিয়ে দুর্গা পুজোর শুভেচ্ছা রাষ্ট্রপতির

 


মাতৃশক্তিকে সম্মানের বার্তা দিয়ে দুর্গা পুজোর শুভেচ্ছা রাষ্ট্রপতির


করোনা বাহে নিউ নর্ম্যালে চলছে দুর্গাপূজা। এর মাঝেই শুক্রবার দেশবাসীকে শুভেচ্ছা জানালেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে মাতৃশক্তিকে সম্মানের কথা উঠে আসে। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "দুর্গা পুজোর শুভ অনুষ্ঠানে আমি ভারত এবং বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের শুভেচ্ছা জানাই।"



রাষ্ট্রপতি বলেন, "বহু বছর ধরেই সারা ভারতে, বিশেষ করে পূর্ব ভারতে দুর্গা পুজো হয়ে আসছে। দশ দিন ধরে পালিত হয় এই উৎসব। উৎসবের সময় ভক্তরা শক্তির আরাধ্য দেবী -দুর্গা, জ্ঞানের দেবী-সরস্বতী এবং ধন-সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করেন। নারীদের সম্মান করা আমাদের ঐতিহ্য। আর তা উৎসবের সময়ও ফুটে ওঠে। আমাদের সকলের উচিত আমাদের নারী সম্প্রদায় অর্থাৎ মাতৃশক্তি ও ক্ষমতায়নকে সম্মান জানানো।"


তিনি আরও বলেন, "বলা হয়ে থাকে যে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ করতে সমস্ত দেবদেবীর সম্মিলিত শক্তিকে ব্যবহার করেছিলেন। এটা আমাদের শেখায় যে এই কঠিন সময়ে আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনও সংকটের মোকাবিলা করতে পারব।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ