দেশবাসীকে বাংলায় অষ্টমীর শুভেচ্ছা জানালেন মোদী
করোনা আবহে উৎসবের মরশুমে দুর্গাপূজায় প্রথম থেকেই বাংলার মানুষের মন জয়ের চেষ্টায় মোদী। ষষ্টির পুণ্যলগ্নে ভার্চুয়ালে কলকাতায় পুজোর উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। আর আজ মহা অষ্টমীর সকালে বাংলাতেই দিলেন শুভেচ্ছা বার্তা।
এদিন, সকালে মহা অষ্টমীর শুভেচ্ছা বার্তা বাংলাতে টুইট করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দেশবাসী যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য, সমৃদ্ধিতে থাকে এই কামনাও বাংলাতেই করেন তিনি। এদিন তিনি লেখেন, ‘সকলকে জানাই মহাঅষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি।’
সকলকে জানাই মহাঅষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি 🙏
— Narendra Modi (@narendramodi) October 24, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊