Latest News

6/recent/ticker-posts

Ad Code

আভিজাত শপিং মল সিটি সেন্টারে বিধ্বংসী আগুন, ১৩ ঘন্টা পরেও জ্বলছে দাউ দাউ করে




আভিজাত শপিং মল সিটি সেন্টারে বিধ্বংসী আগুন, ১৩ ঘন্টা পরেও জ্বলছে দাউ দাউ করে 


বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ আগুন লাগে মুম্বাইয়ের নাগপাড়া এলাকার আভিজাত শপিং মল সিটি সেন্টারে।শপিং মলের প্রথম লেভেলে লাগা আগুন দ্রুত তিন ও পাঁচ নম্বর তলায় ছড়িয়ে পড়ে। দমকলের ২৪টি ইঞ্জিন, ১৬টি জাম্বো ট্যাঙ্কার এবং ২৫০ জন দমকল কর্মী লড়াই চালিয়েই যাচ্ছেন তারপরেও বাগে আনা যাচ্ছে না আগুন। 




আগুন বাগে আনতে জখম হন দু-জন দমকল কর্মী, তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে বলেই খবর। সেখানকার প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে আনা হয়েছে। 



এই অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে‌ । মলের তিনতলায় একটি মোবাইলের দোকান থেকেই এই অগ্নিকাণ্ড বলেই অনুমান করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পুরোপুরি ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে না বলেই জানায় দমকলকর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code