বসল যন্ত্র, মাস্ক না পড়ে গেলে খুলবেই না দোকানের দরজা!
করোনা সংক্রমনের থাবা অব্যাহত। এমন পরিস্থিতিতে বিশ্ব প্রস্তুত মাস্ক আর দূরত্ব বজায় রেখেই লড়াই চালাতে। কারণ, এখনো আসেনি ভ্যাকসিন। বিশ্বের প্রতিটি দেশ জন সাধারনকে মাস্ক ব্যবহার করতে বাধ্য করার চেষ্টায় ব্রত। কিন্তু, কে শোনে কার কথা। অনেকেই বিনা মাস্কেই ঘুরছে এদিক ওদিক। তাঁদের কাছে করোনা কিছু নয়। শুধু সরকারি মানুষ বা পুলিশ দেখলেই মাস্ক প্রয়োজন। কিন্তু এবার অভিনব কায়দায় মাস্ক পড়তে বাধ্য করার প্রচেষ্টা তাইল্যান্ডের এক দোকানের। সেখানকার একটি দোকান এমন ব্যবস্থা করেছে যা অত্যন্ত প্রশংসাজনক আবার বিস্ময়করও। কোনো কাস্টোমার মাস্ক না পড়ে গেলে খুলবেই না দোকানের দরজা।
নিয়াল হার্বিসন নামে জনৈক ব্যক্তি সেই দোকানের ভিডিও পোস্ট করে টুইট করেছে। যা মুহুর্তেই ছাপিয়ে গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। দেখা যাচ্ছে, সেখানকার দরজায় একটি মেশিন লাগানো যেটি দোকানে ঢোকার মুখে খদ্দেরের মুখ স্ক্য়ান করে দেখবে মাস্ক পরা আছে কিনা। শরীরের তাপমাত্রাও ধরা পড়বে যন্ত্রে। যদি স্ক্যানে মাস্ক চিহ্নিত হয়, জ্বর নেই, দেখা যায়, তবেই ভিতরে ঢোকার ছাড়পত্র পাবেন খদ্দের।
My local shops in Thailand. In 2 seconds scans my temperature and to see if wearing mask. Doors don’t open if not. 3 cases in 100+ days here. Removes awkward mask arguments for staff as well. pic.twitter.com/4Eac5fMsLR
— Niall Harbison (@NiallHarbison) October 4, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊