Latest News

6/recent/ticker-posts

Ad Code

হলদিয়ায় জল তোলার সাব- মার্সিবল থেকে বেরোচ্ছে রান্নার গ্যাস

প্রতীকী ছবি 



হলদিয়ায় জল তোলার সাব- মার্সিবল থেকে বেরোচ্ছে রান্নার গ্যাস



সুজিত মণ্ডল, পূর্ব মেদিনীপুর

আবার জল তোলার কল থেকে গ্যাস বেরোনোর ঘটনার কথা জানা গেল।কিছুদিন আগে উত্তর 24 পরগনার হাবড়ার এই রকম ঘটনা ঘটেছিল।এবার জানা গেলো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটার খড়ি বেরিয়া গ্রামে একটি সাব মার্সিবল থেকে জলের সাথে সাথে গ্যাস বের হচ্ছে।প্রায় 2 মাস আগে হলদিয়া উন্নয়ন পর্ষত থেকে এই সাব মার্সিবলটি বসানো হয়।কিন্তু কিছু দিন পরে গ্রামবাসীরা লক্ষ্য করেন এই সাব মার্সিবলের গোড়া থেকে গ্যাস বেরুচ্ছে।এই গ্যাস দিয়ে দিব্বি রান্না করা যাচ্ছে।গ্রামবাসীরা চা থেকে শুরু করে ভাত সমস্ত কিছু রান্না করছেন।



বিজ্ঞানমঞ্চের সদস্যরা এসে দেখে গেছেন এবং গ্রামবাসীদের সতর্ক করে জানিয়েছেন এই গ্যাস ব্যবহার না করতে।কারণ এর থেকে বিপদ ঘটতে পারে।এই নিয়ে গ্রাম বাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জি এস আই কে জানিয়ে মাটি থেকে নির্গত গ্যাসের রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code