Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহেশ্বরম এবং নিবেদিতা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স-এর যৌথ উদ্যোগে এক স্বাস্থ্য শিবির

মহেশ্বরম এবং নিবেদিতা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স-এর যৌথ উদ্যোগে এক স্বাস্থ্য শিবির



সুজাতা ঘোষ , বাগডোগরা :

গতকাল তিন দরিয়াতে মহেশ্বরম এবং নিবেদিতা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স-এর যৌথ উদ্যোগে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় । উক্ত স্বাস্থ্য শিবিরে শিলিগুড়ির এন আই এস এম-এর ডাক্তার এস কে দাস ও মহেশ্বরম্ গ্রুপের সিওও  মিঠুন চৌধুরী এবং তাদের সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


এদিন তাঁরা ফ্রিতে  তিনদরিয়ার লালমাটির স্থানীয় মানুষদের স্বাস্থ্য নিরীক্ষণ, বিনামূল্যে ওষুধ পরিষেবা ,সুগার টেস্ট এবং পেসার চেক  করেছেন এমনটাই জানিয়েছেন।

এই গ্রুপের মিঠুন চৌধুরী জানান -' বর্তমানে করোনা পরিস্থিতিকে উপেক্ষা করে শিলিগুড়ির বাইরে দুঃস্থ মানুষদের সেবা এই প্রথম নয়; এর আগেও আমরা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং পরবর্তীতে সেই সমস্ত অসহায় মানুষদের পাশে থাকবো।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code