পূজার দায়িত্বে থাকা পুলিশ, সিভিক ভলান্টেয়ারকে মিষ্টি মুখ করালো SFI-DYFI


সকল দিনহাটাবাসী যখন বিজয়ার আনন্দে মাতোয়ারা, ঠিক সেই সময় এই শারদ উৎসব যাদের অক্লান্ত পরিশ্রমে সুষ্ঠভাবে পরিচালনা হয়, যারা নিজেদের আনন্দকে বিসর্জন দিয়ে মানুষের স্বার্থে রাস্তায় থেকে তাদের কর্তব্য পালন করেছে, সেই সকল পুলিশ, সিভিক ভলান্টেয়ারকে মিষ্টি মুখ করালো SFI-DYFI. 


গতকাল দিনহাটায়  প্রতিমা নিরঞ্জন হলেও কোন শোভা মিছিল বের হয়নি, তবে দুপুর থেকেই রাস্তার মোড়ে মোড়ে সিভিক ভলান্টেয়ার মোতায়েন করা হয়েছিলো। প্রতিমা নিরঞ্জন শেষে দিনহাটা থানার সমস্ত পুলিশ আধিকারিক সহ সিভিক ভলান্টেয়ারকে মিষ্টি মুখ করানো হয় সংগঠনের পক্ষ থেকে। 

এদিন উপস্থিত ছিলেন SFI রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস,  SFI নেতা টুটুল সরকার, সৌরভ সরকার,  আকাশ সাহা, DYFI নেতা অভিক সরকার, কৌশিক রায় প্রমুখ।