যারা এবছর নিট-এ বসতে পারেনি তাঁদের জন্য সুখবর দিল শীর্ষ আদালত

 


যারা এবছর নিট-এ বসতে পারেনি তাঁদের জন্য সুখবর দিল শীর্ষ আদালত 




করোনা আবহের মাঝেই সারা দেশজুড়ে অনুষ্ঠিত হয় মেডিকেলে ভর্তির পরীক্ষা নিট। কিন্তু করোনা সংক্রমণের জেরে ও কন্টেইনমেন্ট জোনে থাকার জন‍্য বহু পরীক্ষার্থী এবছরের নিট পরীক্ষা দিতে পারেনি। করোনা সংক্রমণের কারণেই হোক বা কন্টেইনমেন্ট জোনে থাকার কারণেই হোক যারা নিট পরীক্ষায় বসতে পারেনি তাঁদের জন‍্য সুখবর দিল সুপ্রিম কোর্ট। 



সুপ্রিমকোর্ট জানিয়ে দিল যারা নিট পরীক্ষায় বসতে পারেনি তারা পুনরায় ১৪ই অক্টোবর ফের পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ, তাঁদের জন‍্য ১৪ই অক্টোবর আগামীকাল ফের অনুষ্ঠিত হবে নিট ২০২০। পাশাপাশি এদিন ফল ঘোষনার তারিখও স্থির করে দেয় শীর্ষ আদালত। 



আদালত জানায় পরীক্ষার দুদিন পর অর্থাৎ ১৬ই অক্টোবর প্রকাশিত হবে ফলাফল। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) আবেদনের অনুমতি দিয়ে পরীক্ষার্থীদের এই সূযোগ দিল আদালত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ