কোহলি-ডিভিলিয়ার্স ঝড়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ব্যাঙ্গালোরের 


SANGBAD EKALAVYA:

২০২০ সাল অঘটনের বছর। নানা ঘটনায় ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছে এই বছর। চলতি আইপিএলেও তার ব্যতিক্রম নয়। পুরোনো সব সংস্করণে ব্যর্থ টিম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে আইপিএল ২০২০ তে। টুর্নামেন্টের ৩৩ টি ম্যাচের পর তৃতীয় স্থানে রয়েছে কোহলির ব্যাঙ্গালোর। শনিবার রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হেলায় হারালো তারা। 


টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭৭-৬ স্কোর খাড়া করে রাজস্থান। আগের ম্যাচগুলোতে ব্যর্থ হওয়া রবিন উথাপ্পা (২২ বলে ৪১) এবং অধিনায়ক স্টিভ স্মিথ (৩৬ বলে ৫৭) আজ রান পেয়েছেন। ব্যাঙ্গালোরের হয়ে ভালো বল করেছেন ক্রিস মরিস (৪-০-২৬-৪) এবং চাহাল (৪-০-৩৪-২)। 


জবাবে ব্যাট করতে নেমে ফিঞ্চ (১১ বলে ১৪) দ্রুত আউট হয়ে গেলেও লক্ষ্যমাত্রায় পৌঁছাতে বেশি বেগ পেতে হয়নি কোহলি এন্ড কোং এর। ফিঞ্চ আউট হওয়ার পরে অপর ওপেনার দেবদূত পারিক্কাল (৩৭ বলে ৩৫) এর সাথে ৭৯ রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক কোহলি (৩২ বলে ৪৩)। এরপরই মাঠে ঝড় তোলেন ডিভিলিয়ার্স। ৬টি বিশাল ছয় এবং ১টি চারের সাহায্যে মাত্র ২২ বলে অপরাজিত ৫৫ রান করে ম্যাচ জিতিয়ে ফেরেন তিনি। 


আজকের জয়ের পর মুম্বই, দিল্লির সাথে সমসংখ্যক পয়েন্ট হলেও নেট রানরেটের বিচারে তৃতীয় স্থানে রয়েছে কোহলির ব্যাঙ্গালোর।