রোলিং দুর্গা! চমক দিল শুভজিৎ


নিজস্ব প্রতিবেদক শচীন পাল: 


রোলিং দুর্গা ও পরিবার বানিয়ে তাক লাগালো শুভজিৎ প্রামাণিক। শিল্পীর বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। 


পুরো শিল্পকর্মটি করেছেন প্রায় তিন দিন ধরে। কেমন এই দুর্গা-পরিবার? এখানেই চমক। কাগজ রোলিং করে শিল্পী ফুটিয়ে তুলেছেন দেবী ও তাঁর পরিবার। সকলেরই রয়েছে বাহন। ত্রিশূল থেকে শাড়ি, সবই হয়েছে কাগজকে রোল করে। তারপর তাতে পড়েছে তুলির আঁচড়। কাগজ দিয়েই করা হয়েছে আনুষঙ্গিক কারুকার্য। উচ্চতা মাত্র ১০ সেন্টিমিটার। 


শিল্পীর সৃজন ইতিমধ্যেই নেট দুনিয়ায় কুড়িয়েছে বাহবা। সেই সঙ্গে পাল্লা দিয়ে হচ্ছে ভাইরাল।