না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত আবৃত্তিকার প্রদীপ ঘোষ
না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত আবৃত্তিকার প্রদীপ ঘোষ। ৭৮ বছর বয়সী প্রবীন আবৃত্তিকার করোনায় আক্রান্ত ছিলেন বলেন খবর। গত কয়েকদিন থেকে তাঁর সামান্য জ্বর ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। আজ সকাল ৬টা ৪০ মিনিটে ঘুমন্ত অবস্থাতেই তাঁর বিয়োগ হয়েছে। মৃত্যুর পর তাঁর করোনা রিপোর্ট হাতে আসলে দেখা যায় তিনি করোনা পজিটিভ ছিলেন। জ্বর ছাড়া অন্য কোনও উপসর্গ ছিল না বলেই জানা গেছে পরিবার সূত্রে।
প্রখ্যাত আবৃত্তিকার প্রদীপ ঘোষের প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইট করে মুখ্যমন্ত্রী জানান, প্রদীপ ঘোষের মৃত্যুতে শোকাহত। তিনি একজন বিশিষ্ট আবৃত্তিকার ও খ্যাতিমান কণ্ঠশিল্পী ছিলেন। তাঁর পরিবার, সহকর্মী এবং তাঁর প্রশংসকদের প্রতি আমার সমবেদনা।
Saddened at the passing away of Pradip Ghosh. He was a prominent reciter and renowned vocal artist. My condolences to his family, colleagues and his admirers.
— Mamata Banerjee (@MamataOfficial) October 16, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊