Latest News

6/recent/ticker-posts

Ad Code

অলিপিরদুয়ার ভাঙ্গাপুলে তৃণমূল কার্যালয়ের উদ্বোধন



অলিপিরদুয়ার ভাঙ্গাপুলে তৃণমূল কার্যালয়ের উদ্বোধন 



বৃহস্পতিবার শ্রম মন্ত্রী মলয় ঘটক নিজের হাতে সবুজ ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অলিপিরদুয়ার তৃণমূল শহর কার্যালয় উদ্বোধন করলেন অলিপিরদুয়ার ভাঙ্গাপুল এলাকায়।



এতদিন অলিপিরদুয়ার শহর তৃণমূলের পৃথক কোন কার্যালয় ছিলনা।জেলা তৃণমূল কার্যালয় থেকে শহর তৃণমূল সংগঠনের যাবতীয় কার্যকলাপ সম্পন্ন হত।অলিপিরদুয়ার টাউন ব্লক তৃণমূল সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় আলিপুরদুয়ার ভাঙ্গাপুল এলাকার নিজস্ব একটি ঘর শহর তৃণমূল কার্যালয়ের জন্য নিশুল্ক দেন তৃণমূলকে।এদিন সেই কার্যালয়ের উদ্বোধন করা হয়।এদিনের এই বিশেষ দিনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক,তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী,তৃণমূল সভানেত্রী দীপিকা রায়,টাউন ব্লক তৃণমূল সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায়,বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা তৃণমূল নেতা মনোরঞ্জন দে, কনোজ বল্লভ গোস্বামী, প্রবীর দত্ত সহ অন্যান্য বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব।


এদিন উদ্বোধনী অনুষ্ঠানে এসে শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক জানান,তৃণমূলের নতুন কোন কার্যালয় উদ্বোধন হওয়া মনে মানুষের জনসেবা কেন্দ্র উদ্বোধন।আগামীদিনে এই কার্যালয় থেকে অলিপিরদুয়ারবাসীর বিভিন্ন অভাব-অভিযোগ শোনা এবং তা সুরাহা করবার চেষ্টা করা হবে।আগামীতে মানুষই তার উত্তর তৃণমূলকে সমর্থন করে দেবেন বলেও জানান শ্রমমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code