Latest News

6/recent/ticker-posts

Ad Code

আইপিএল ২০২০-এ প্রথম মাঠে নেমেই বড়সড় রেকর্ড গড়লেন ক্রিস গেইল

 


আইপিএল ২০২০-এ প্রথম মাঠে নেমেই বড়সড় রেকর্ড গড়লেন ক্রিস গেইল 



আইপিএল -এ অনন্য নজির গড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল। এই মরশুমের ৩০ তম ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ও কিংস এলেভেন পাঞ্জাব। আর সেই ম্যাচেই এই মরশুমে প্রথম ম্যাচে ব্যাট করতে নামেন গেইল। আর প্রথমদিনেই টি২০ ক্রিকেটে চার ও ছয়ের রানে দশ হাজার রান পূর্ণ করে প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়লেন তিনি। 


পেটে সংক্রমণের কারণে প্রথম থেকেই বাদ ছিলেন গেইল। কিন্তু গতকাল ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কাল মাঠে নামেন তিনি। আর মাঠে নেমেই পাঞ্জাবের জয়ের অন্যতম নায়ক হয়ে ওঠেন গেইল। সাধারণত গত আট বছর ধরে তিনি ওপেন করেন কিন্তু কাল পাঞ্জাবের হয়ে তিন নম্বরে নামেন তিনি। 


টি ২০ ক্রিকেটে তিনি ১০২৭ চার ও ৯৮২ ছক্কা হাঁকিয়েছেন। আইপিএলে এখনও পর্যন্ত গেইলের মোট ছক্কার সংখ্যা ১২৬ ম্যাচে ৩৩১। আইপিএলে সর্বাধিক ছয় মারার রেকর্ড তাঁর দখলেই। 


এদিন ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নেমে ৪৫ বলে ৫৩ রানের ইনিংস গড়ে গেইল। পাঁচটি ছয় ও একটি চার মারেন এদিন গেইল। পাশাপাশি, এদিন আরও রেকর্ড গড়েন তিনি। আইপিএলের ইতিহাসে ক্রিস গেইল প্রথম ব্যাটসম্যান হিসেবে ২৭ বার কোনও ইনিংসে পাঁচ বা তার বেশি ছক্কা হাঁকালেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code