কেউ 'চেয়ার ছাড়া' করতে পারবে না, বললেন বিদায়ী মুখ্যসচিব, নতুন মুখ্যসচিবের দায়িত্বভার গ্রহণ আলাপনের

ছবি ঋণ - জি২৪ঘন্টা 

কেউ 'চেয়ার ছাড়া' করতে পারবে না, বললেন বিদায়ী মুখ্যসচিব, নতুন মুখ্যসচিবের দায়িত্বভার গ্রহণ আলাপনের 



আজ থেকে রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন তিনি। সোমবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। বুধবারই ছিল রাজীব সিনহার শেষ দিন। শেষ দিনে আলাপনের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি WBIDC-র চেয়ারম্যান পদে থাকবেন তিনি। 



কাজের শেষ দিনে রাজীব সিনহা মজা করে বললেন, আজ তাঁর কাজের শেষ দিন। কিন্তু কেউ তাঁকে 'চেয়ার ছাড়া' করতে পারবে না। বসার সুবিধার্থে একটা চেয়ার বানিয়ে নিয়েছিলেন তিনি। শিল্প থেকে স্বাস্থ্য যেখানেই যেতেন সঙ্গে থাকট সেই চেয়ার। অবসর নেওয়ার পর WBIDC-র চেয়ারম্যান পদে থাকবেন তিনি। আর সেখানেও নিয়ে যাওয়া হয়েছে সেই চেয়ার। 



রাজীব সিনহা জানান, কারও জন্য আমি কাজ করিনি। আপনার জন্য নয়, সরকারের জন্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নয়। আমি শুধু নিজের আনন্দ কাজ করেছি।

Post a Comment

thanks