গায়ে হলুদের অনুষ্ঠানে রোহনপ্রীতের প্রেমে মগ্ন নেহা কক্কর
বিয়ে? হ্যাঁ। গায়িকা নেহা কক্করের বিয়ে। পাত্র রোহনপ্রীত। গায়ে হ্লুদের অনুষ্ঠানেই প্রেমে মজলেন নেহা ও রোহনপ্রীত। দম্পতির প্রেমময় মধুর মুহূর্ত নিমেষেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
প্রথমে নেহার ফ্যান ক্লাব ও বিয়ের পরিকল্পনাকারীরা গায়ে হ্লুদের বেশ কিছু রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তারপরে পরেই নেহা নিজেই আত্র ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গায়ে হ্লুদের অনুষ্ঠানের রোমাঞ্চকর বেশ কয়েকটি মুহূর্তের ছবি আপলোড করেন। মোট নয়টি ছবি আপলোড করেছে নেহা।
ছবি গুলিতে হবু স্বামী রোহনপ্রীতের সঙ্গে প্রেমে মজেছেন নেহা। তাঁদের রোমান্টিক মুহূর্তের ক্যামেরা বন্দি যে কাউকেই এই দম্পতির প্রতি ভালোবাসা জাগাবে। এদিনের অনুষ্ঠানে দুজনেই হলুদ রঙের পোশাক পরিধান করেছেন। নেহা পড়নে রয়েছে একটি হলুদ রঙের শাড়ি ও রোহন পড়েছে একটি কুর্তা, মাথায় পাগড়ী দেওয়া।
নেহার হাসির সুন্দরখাঁটি চেহারা ফুটে উঠেছে ছবিতে। পাশাপাশি, চোখে চোখ হারিয়ে যাওয়া, আলিঙ্গন ও স্পর্শের বেশ কিছু ছবি যা সত্যিই রোমান্টিক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊