Latest News

6/recent/ticker-posts

Ad Code

'স্ট্যাচু অফ ইউনিটি'তে শ্রদ্ধাজ্ঞাপন মোদির, দিলেন একতার বার্তা

 


'স্ট্যাচু অফ ইউনিটি'তে শ্রদ্ধাজ্ঞাপন মোদির, দিলেন একতার বার্তা


আজ সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৫তম জন্মদিন। ১৮৭৫ সালের ৩১ অক্টোবর গুজরাতে জন্ম হয় সর্দার বল্লভ ভাই প্যাটেল। এই দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবেও পালন করা হয়। এদিন সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৫ তম জন্মবার্ষিকীতে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জল ঢেলে , ফুলের পাপড়ি উৎসর্গ করলেন সর্দার বল্লভভাই পটেলের উদ্দেশে। 


বল্লভ ভাই প্যাটেলকে শ্রদ্ধা জ্ঞাপনের পর জাতির উদ্দ্যেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এদিন নাম না করে পাকিস্তান, চিনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "সুরক্ষা ক্ষেত্রেও আত্মনির্ভর হচ্ছে দেশ। ভারতের দিকে চোখ তুলে তাকালে জবাব দিতে তৈরি জওয়ানরা।"রাজনৈতিক স্বার্থে দেশের জওয়ানদের মনোবল নিয়ে খেলা না খেলার পরামর্শও দেন। 



সন্ত্রাস মোকাবিলায় বহু জওয়ান প্রাণ হারিয়েছে জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব দেশকে এক জোট হওয়ার ডাক দেন মোদী। পাশাপাশি, ভারত জবাব দিতে জানে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বৈচিত্রের মাঝে ঐক্য ভারতের শক্তি। ভারতকে একসূত্রে বেঁধেছিলেন সর্দার প্যাটেল। আজ শক্ত ভিতের ওপর দাড়িয়ে দেশ। এখন কড়া জবাব দিতে তৈরি ভারত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code