Latest News

6/recent/ticker-posts

Ad Code

'বিশ্ববাংলা শারদ সম্মান'-এ এবছর 'সেরা কোভিড সচেতন পুজো' পুরষ্কার



'বিশ্ববাংলা শারদ সম্মান'-এ এবছর 'সেরা কোভিড সচেতন পুজো' পুরষ্কার 




২০১৩ সাল থেকে প্রতি বছর রাজ্য সরকারের তরফে দুর্গা পুজোয় সেরার সম্মান "বিশ্ববাংলা শারদ সম্মান" পুরস্কার দেওয়া হয়। সেরা ভাবনা, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা সহ মোট ১১টি ক্যাটেগরিতে শারদ সম্মান দেওয়া হয়। তবে এবার আরও একটি ক্যাটেগরিতে পুরস্কৃত করা হবে। নতুন সংযোজন "সেরা কোভিড সচেতন পুজো"। 



১০ অক্টোবর, আজ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করার জন্য আবেদনপত্র পাওয়া যাবে ও জমা করতে হবে। ইন্দ্রনীল সেন জানান, "একটি নতুন ওয়েব সাইটের আজ উদ্বোধন করা হয়েছে। এগিয়ে বাংলার ওয়েব সাইটে গেলেই সেটা দেখা যাবে। সেখান থেকেই ফর্ম পাওয়া যাবে।"



কলকাতা ছাড়া বাকি ২২টি জেলাতে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা কোভিড সচেতন পুজো- এই ৪টে ক্যাটেগরিতে পুরস্কার প্রদান করা হবে বলে জানান ইন্দ্রনীল সেন। 



বিদেশের পুজোগুলোও অনলাইনের মাধ্যমে আবেদনপত্র নেওয়া হবে। রাজ্যের বাইরের পুজোগুলিকেও অনলাইন আবেদনের ভিত্তিতে 'সেরা পুজো' বিভাগে 'বিশ্ববাংলা শারদ সম্মান ২০২০' পুরস্কারে ভূষিত করা হবে বলে জানিয়েছেন ইন্দ্রনীল সেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code