নগ্নতাকে স্বাভাবিক করা এবং শারীরিক আস্থা অর্জন করার উদ্দেশ্যে বিশ্বভ্রমণে নিক ও লিন্স

নগ্নতাকে স্বাভাবিক করা এবং শারীরিক আস্থা অর্জন করার উদ্দেশ্যে বিশ্বভ্রমণে নিক ও লিন্স 



সব মানুষই অল্পবিস্তর ভ্রমণ করতে পছন্দ করে তা সে সমুদ্র হোক বা পাহাড় হোক বা জঙ্গল। তবে অনেকেরই ভ্রমণের থেকে বেশি ভ্রমণ করতে যাওয়ার পোশাক সম্বন্ধে বেশি আগ্রহ থাকে ভ্রমণকারীদের কিন্তু এমন মানুষও রয়েছে যারা ঘুরতে গিয়ে পোশাক পড়তেই পছন্দ করেন না। পোশাক ছাড়াই তারা বেরিয়ে পড়েন বিশ্বভ্রমণে। এমনই এক দম্পতি বেলজিয়ামের নাগরিক নিক [Nick] ও লিন্স [Lins]



প্রায় ২ বছর ধরে বিশ্বভ্রমণ করা এই দম্পতির উদ্দেশ্য সারা বিশ্বে নগ্নতাকে স্বাভাবিক করা এবং শারীরিক আস্থা অর্জন করা। ‘N_wanderings’ নামের একটি ইন্সটাগ্রাম পেজও রয়েছে তাদের।

তাদের মতে মানুষের শরীর প্রকৃতির অঙ্গ। এতে কোনো বৈষম্য নেই। অনেকেই এই দম্পতিকে তাদের অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে। লকডাউনে তুমুল ভাইরাল হয়েছে এই দম্পতির ছবি ও ভিডিও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ