নিউইয়র্কে স্বাস্থ্যবিধি মেনে চলছে দুর্গাপূজা, নেই ভিড়
সুজাতা ঘোষ
একদিকে করোনা অপরদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা । দেশ থেকে বিদেশ গ্রাম থেকে শহরতলী আপামর বাঙালির আবেগ দুর্গোৎসব মনেপ্রাণে জায়গা করে নেয় আলাদাভাবে । তবে এ বছরে কোভিভ -১৯ মোকাবিলায় পুরোপুরি বদলে দিয়েছে জীবনের রুপরেখা ।
দেশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও করোনার স্বাস্থ্যবিধি মেনে করা হচ্ছে দুর্গাপূজা ।
বর্তমানে নিউইয়র্ক বাসিন্দা ভারতীয় কল্যাণ দেবনাথ জানান , প্রত্যেক বছরের মতো এবছর মানুষের লেশমাত্র ভীড় নেই মন্ডপগুলোতে । তাই স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র স্থায়ী মন্দিরগুলোতে করা হচ্ছে পুজো ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊