Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘আমার মাস্ক আমার ভ্যাকসিন’ - উৎসবের মরশুমে কোচবিহার জেলা প্রশাসনের সচেতনতা



‘আমার মাস্ক আমার ভ্যাকসিন’ - উৎসবের মরশুমে কোচবিহার জেলা প্রশাসনের সচেতনতা  


করোনার ভ্যাকসিন আসার আগে মাস্ক ব্যবহারে জোর দিয়ে ভিডিও প্রকাশ কোচবিহার জেলা প্রশাসনের ‘আমার মাস্ক আমার ভ্যাকসিন’



শারদ শুভেচ্ছা জানিয়ে মাস্ক ব্যবহারে জোর দিয়ে ভিডিও প্রকাশ কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান ও অনুজ প্রতাপ সিং, আই. এ. এস এর। 


কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে জেলার সমস্ত পুজো কমিটিকে নিয়ে দুর্গা পূজা ২০২০ উপলক্ষ্যে সাধারণ সমন্বয় সভা করা হয় অনেক আগেই। সেখানে সকল পূজা কমিটিকে কোভিড আবহে দুর্গা পূজার সার্বিক গাইডলাইন জানানো হয়। 


মাননীয় জেলা শাসক পবন কাদিয়ান করোনা পরিস্থিতিতে কীভাবে পূজা উপভোগ করা যায় সে বিষয়ে বিস্তারিত জানান। স্যানিটাইজার, মাস্ক, সামাজিক দূরত্ব মেনে পূজা করা এবং পূজা উপভোগ করার কথা বলেন। রাজ্য সরকারের সমস্ত নির্দেশিকা মেনে সুষ্ঠভাবে শারদ উৎসব উদযাপনের জন্য আহ্বান জানান। 


যেহেতু এখনো করোনার ভ্যাকসিন পাওয়া যায়নি । তাই করোনা ভ্যাকসিন হিসাবে মাস্ক কেই বেছে নিতে হবে আমাদেরকে। শিক্ষক সৈকত সরকারের ব্যবস্থাপনায় একটি অ্যানিমেশন ভিডিও তৈরী করা হয় ‘আমার মাস্ক আমার ভ্যাকসিন’। সেখানে কথা ও সুর দিয়েছেন অর্নব বসু ও শুভাশিস দাস। মিউজিক দিয়েছেন বিক্রম মিত্র ও ভিডিও অ্যানিমেশন করেছেন শুভময়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code